ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবের কিছু অঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার (২৮ ডিসেম্বর) এই খবর দিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
শীতল আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়বে দেশটির উত্তরাঞ্চলে, যেখানে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা অন্তর্ভুক্ত। ৩ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে।
এখন পর্যন্ত সৌদি আরবে শীতের প্রভাব অনেক বেড়েছে। আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তার প্রভাবে তাবুক, আল জউফ এবং হেইলে তাপমাত্রা -৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে।
সম্প্রতি সৌদি আরবে আলোচনা হচ্ছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানিয়েছেন, এসব তথ্য গুজব।
মরুভূমির দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে অসহনীয় তাপমাত্রা দেখা যায়, বিশেষ করে জুন-জুলাই মাসে সূর্যের তাপে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। আর শীতকালে তাপমাত্রা শূন্যের কোঠায় নেমে আসে। চলতি বছর হজ মৌসুমে দেশটিতে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, মক্কায় হজ করতে গিয়ে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: গালফ নিউজ
Leave a Reply