ডেস্ক রিপোর্ট:
গত শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সহায়তা তহবিল গঠনের উদ্দেশ্যে এই কনসার্টের আয়োজন করা হয়। এ আয়োজনে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান।
‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করার পরদিন, রবিবার (২২ ডিসেম্বর), তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাহাত ফতেহ আলী। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রাহাত ফতেহ আলী বলেন, “গণঅভ্যুত্থানের পর ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টে আমাকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। এছাড়াও, আসন্ন বিপিএল আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্যও আমি কৃতজ্ঞ।”
বাংলাদেশে গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “বাংলাদেশে পরিবেশনার সময় মনে হয়েছে যেন আমি আমার দ্বিতীয় বাড়িতে গান গাইছি। একজন পাকিস্তানি হিসেবে আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার পছন্দের শিল্পী রুনা লায়লা। এছাড়া বাংলা গান নিয়ে এর আগেও কাজ করেছেন এবং ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, “রাহাত ফতেহ আলী বাংলাদেশের সংগীত নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের সংগীত সমন্বিত করে কাজ করতে চান।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
Leave a Reply