স্টাফ রিপোর্টার:
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৪ ও ৮ অনুযায়ী লাইসেন্সবিহীন এবং নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটাগুলোর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
(২৩ ডিসেম্বর) অভিযানের অংশ হিসেবে মেসার্স মা ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা বসন্তপুর, কাশিনগর, চৌদ্দগ্রাম এলাকায় চিহ্নিত করা হয়। উক্ত ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। এছাড়াও, ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, পানির মাধ্যমে আগুন নিভানো হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক, চন্দন বিশ্বাস।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, জোবায়ের হোসেন, মোবারক হোসেন।
এছাড়া, অভিযানে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ, চৌদ্দগ্রাম উপজেলা।
Leave a Reply