স্টাফ রিপোর্টার:
আজ রবিবার কুমিল্লার নজরুল এভিনিউ রোডে অবস্থিত এম আলী টাওয়ার-এর দ্বিতীয় তলায় কেএফসি’র ৪৪তম শাখা উদ্বোধন হয়েছে।
বিশ্বখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড কেএফসি এবার কুমিল্লায়। কেএফসির ৪৪তম শাখা চালু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে ট্রান্সকম ফুডস লিমিটেড আউটলেট চালুর মাইলফলক ছুঁয়েছে। ২২শে ডিসেম্বর কেএফসির কুমিল্লায় নতুন এই শাখা উদ্বোধন করে ট্রান্সকম ফুডস লিমিটেড।
এ উপলক্ষে ট্রান্সকম ফুডস এবং কেএফসি কুমিল্লা নজরুল এভিনিউ রোডে অবস্থিত এম আলী টাওয়ার-এর দ্বিতীয় তলায় কেএফসি সৌজন্যে সুবিধাবঞ্চিত শিশুদের দিয়ে উদ্বোধন ও কেএফসির খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা,হেড অফ মার্কেটিং মুরাদুল মুস্তাকিন ও এম আলী টাওয়ারের পরিচালক মো:কাউসার আহমেদ এবং কেএফসির অন্যান্য কর্মকর্তারা।
ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশে এই দীর্ঘ যাত্রায় আমাদের খাবার এবং পরিষেবা দিয়ে লাখ লাখ লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি। এই সুযোগ তৈরি করে দেওয়ায় গ্রাহক ও কর্মীদের ধন্যবাদ দিতে চাই। আপনাদের হাত ধরেই ট্রান্সকম ফুডসের কেএফসির ৪৪তম আউটলেট চালুর এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
Leave a Reply