স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা বিসিক শিল্প নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ প্লাস্টিক ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার পরিচালিত উক্ত অভিযানে বিসমিল্লাহ প্লাস্টিক ফ্যাক্টরির মালিকের নাম আবু সাঈদ প্রান্তকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ১.৫ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহীন আক্তার শিফা। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক খন্দকার মাহমুদ পাশা এবং জেলা পুলিশের সদস্যরা।
পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply