ডেস্ক রিপোর্ট:
রাশিয়া ক্যানসার প্রতিরোধে সক্ষম একটি টিকা উদ্ভাবন করেছে, যা শিগগিরই বিনামূল্যে রোগীদের মধ্যে বিতরণ করা হবে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন সম্প্রতি রেডিও রোশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
“আমরা আশা করছি, ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য এই টিকা উন্মুক্ত করতে পারব,” রেডিও রোশিয়াকে বলেছেন ক্যাপরিন।
সাক্ষাৎকারে ক্যাপরিন আরও বলেন, নতুন এই টিকাটি প্রস্তুতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে একটি বিশেষ শক্তিশালী তরল প্রোটিনকে মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। টিকার মাধ্যমে প্রোটিনটি মানবদেহে প্রবেশের পর ক্যানসার সৃষ্টিকারী কোষ ধ্বংসে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে।
স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়ার শীর্ষস্থানীয় ক্যানসার গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় করে এই টিকা তৈরি করেছে। গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে।
ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এই টিকা টিউমার গঠনের পাশাপাশি ক্যানসারের কোষ সারা শরীরে ছড়িয়ে পড়া রোধে কার্যকর।
এর আগে, করোনা মহামারির সময় রাশিয়া ‘স্পুটনিক’ নামে একটি টিকা তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২০ সালের আগস্টে বাজারে আসা এই টিকাটি ছিল করোনা প্রতিরোধে প্রথম। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে মহামারি মোকাবিলায় এই টিকাটি ব্যবহৃত হয়েছে।
সূত্র : তাস, এনডিটিভি ওয়ার্ল্ড
Leave a Reply