ডেস্ক রিপোর্ট:
সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের সাতটি বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২০ ডিসেম্বর ২০২৪ সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি (১১-২২ মিমি, ২৪ ঘণ্টা) থেকে ভারি (৪৪-৮৮ মিমি, ২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।
এর আগে সকালে আবহাওয়া অধিদফতরের আরেকটি বার্তায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয়, প্রথম দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তৃতীয় দিন (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
Leave a Reply