1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

সংস্কার হবে সংসদে, টেবিলে বসে সংস্কার করা যায় না: আমির খসরু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কয়েকজন মানুষ টেবিলে বসে সংস্কার করা যায় না। প্রকৃত সংস্কার হবে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে। টেবিলে বসে সংস্কার করার চিন্তা ভুল এবং অবাস্তব।’

আজ মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কার একটি ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মালিকানা জনগণের হাতে থাকা উচিত। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার টিকবে না। সুতরাং আগামী দিনে নির্বাচিত সংসদেই টেকসই সংস্কার হবে।’

আমির খসরু আরও বলেন, ‘রাজনীতিবিদদের উদ্দেশ্য যদি সৎ না হয়, তাহলে কোনো সংস্কারই সফল হবে না। বিএনপি তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর।’

তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ‘দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার পরও বাংলাদেশ আজ টিকে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গৃহীত সংস্কারের কারণে।’

অনুষ্ঠান শেষে বিএনপির পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করা হয় এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews