ডেস্ক রিপোর্ট:
পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামে আন্তর্জাতিক নীতি-বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এস জয়শঙ্কর বলেন, “আমাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে হবে। যখন আমরা নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা বলি, তখন এটি রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখার কোনো কারণ নেই।” তিনি উল্লেখ করেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী পররাষ্ট্রনীতির পরিবর্তন প্রয়োজনীয় এবং সময়োপযোগী। (তথ্যসূত্র: দেকান হেরাল্ড)
আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ভারত এখন ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ একটি দেশ হয়ে উঠেছে। ভবিষ্যতে বিদেশে কর্মরত ভারতীয় শ্রমিকের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে বলে তার ধারণা। জয়শঙ্কর আরও বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ প্রত্যক্ষ করতে যাচ্ছি।”
ভারতের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, “বড় পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই হবে ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।” তিনি যোগ করেন যে, অতীতে ভারত বিভিন্ন কারণে ‘গুটিয়ে থাকা’ নীতি অনুসরণ করত, তবে সেই দিনগুলো এখন অতীত।
“ভারত এখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করছে,” বলে মন্তব্য করেন এস জয়শঙ্কর।
Leave a Reply