1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

হলিউডের সিডনির ওপরে নজর অভিনেতা ধনুশের

  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধনুশ। ইতিমধ্যেই তার অভিনীত ছবির সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। এবার আবারও হলিউডের দিকে পা বাড়াচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে জুটি বাঁধছেন ধনুশ।

এর আগে ধনুশ হলিউডে দুটি ছবিতে অভিনয় করেছেন—‘দ্য গ্রে ম্যান’ এবং ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’। এবার তার তৃতীয় হলিউড প্রজেক্টে কাজ করার প্রস্তুতি চলছে। জানা গেছে, সনি পিকচার্সের আসন্ন ছবি **‘স্ট্রিট ফাইটার’-এ মুখ্য চরিত্রে থাকবেন ধনুশ। তার বিপরীতে থাকবেন ‘আমেরিকান জেন জেড’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি।

যদিও প্রযোজক কিংবা অভিনেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে এই খবরে দক্ষিণী বিনোদন দুনিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, তবে কি নয়নতারার সঙ্গে ধনুশের আইনি বিবাদ আপাতত স্থগিত?

জানা গেছে, ‘স্ট্রিট ফাইটার’ হবে একটি অ্যাকশনধর্মী সিনেমা, যা জনপ্রিয় একটি ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত হবে। সিনেমাটি ২০২৬ সালের ২০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ধনুশ তার দক্ষিণী ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে তিনি তার পরবর্তী ছবি **‘কুবেরা’ নিয়ে ব্যস্ত, যেখানে তার সঙ্গে থাকবেন নাগার্জুন এবং রাশমিকা মান্দানা। পাশাপাশি এ বছরই তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন। তার প্রথম পরিচালিত ছবি **‘ইডলি কড়াই’।

হলিউডে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ার পর ধনুশের ভক্তরা বেশ উচ্ছ্বসিত। অভিনেতার এই নতুন পদক্ষেপ তার ক্যারিয়ারে আরও এক নতুন অধ্যায় যোগ করবে বলেই মনে করছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews