ডেস্ক রিপোর্ট:
অক্ষয় কুমারের সময়টা বেশ খারাপ যাচ্ছে। অনেক বছর ধরে বক্স অফিসে তার সিনেমাগুলো সফলতার দেখা পাচ্ছে না। প্রতি বছর নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শকপ্রিয়তা যেন তার হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে এর পরেও বলিউড নির্মাতাদের পছন্দের তালিকায় শীর্ষেই রয়েছেন এই ‘খিলাড়ি’। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’, তবে সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রথমে ঘোষিত তারিখ অনুযায়ী ‘ভূত বাংলা’ ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ এপ্রিল। অক্ষয় কুমার আজ, ১০ ডিসেম্বর, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমাটির নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর, তার ৫৭তম জন্মদিনে, ২০২৫ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
সিনেমাটি পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা প্রিয়দর্শন। দীর্ঘ ১৪ বছর পর আবারও এই জনপ্রিয় পরিচালক-অভিনেতার জুটি একসঙ্গে কাজ করছে। এর আগে তারা দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগাম ভাগ’ এবং ‘দে দানা দান’। এই সিনেমাগুলো এখনো দর্শকদের কাছে সমানভাবে প্রিয়।
Leave a Reply