ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের ৫৭ নম্বর পুস্করিনীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে শ্রেণিকক্ষ সংকট। বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর একটি বড় অংশ বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করছে, যা শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। তবে সময়ের সঙ্গে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়ন হয়নি। ২০০৫-২০০৬ অর্থবছরে দুই কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হলেও বর্তমানে সেটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বর্তমানে একটি কক্ষে অফিস এবং অন্য কক্ষে শিশু শ্রেণির ক্লাস নেওয়া হয়। ২০২২ সালে স্থানীয়দের সহযোগিতায় দুই কক্ষের একটি টিনের ঘর তৈরি করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষ সংকটের কারণে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হয়। বর্ষাকালে অনেক সময় ক্লাস বন্ধ থাকে। তারা দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামান্না আক্তারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের সাতটি পদের মধ্যে পাঁচটি পদে শিক্ষক রয়েছেন। এছাড়া, নৈশপ্রহরীর পদও শূন্য রয়েছে।
বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম সরকার বলেন, ২০২২ সালে জরাজীর্ণ ভবনটি নিলামে বিক্রি করার পর টিনের ঘর তৈরি করলেও শ্রেণিকক্ষ সংকট রয়ে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক জানান, নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং শিগগির বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রধান শিক্ষকের পদোন্নতি ও শূন্য শিক্ষকের পদ পূরণের বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, যাতে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পাঠ গ্রহণ করতে পারে।
Leave a Reply