স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে।
গত ৭ ডিসেম্বর কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত গার্ড পোস্ট (বিওপি) ও পোষ্টের টহলদল পৃথকভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৭৩,৯৩,০৮৩/- (তিয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার তিরাশি) টাকার মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্য আটক করা হয়।
এছাড়া, আটক করা পণ্যগুলির মধ্যে ছিল মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চোরাচালানী সামগ্রী। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে কোনো ব্যক্তি গ্রেফতার হয়নি, তবে মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের অভিযান সীমান্ত অঞ্চলে অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছে বিজিবি।
Leave a Reply