স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতুপা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সংরাইশ মৃত জোনাব আলীর ছেলে মঞ্জিল মিয়া ও নসরাইলের আবুল হোসেনের ফাহিম হোসেন।
জেলা গোয়েন্দা শাখা জানায়, অভিযানে উদ্ধার করা ফেনসিডিলের বাজারমূল্য উল্লেখযোগ্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা নিশ্চিত করেছে।
Leave a Reply