1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের তেমন ক্ষতি নেই: নৌপরিবহন উপদেষ্টা

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম যে অপতথ্য প্রচার করছে, তাতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না বলে মনে করছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমাদের দেশে চিকিৎসা ও বাজার সব কিছুই রয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, পৃথিবীর অন্যান্য দেশগুলোর মধ্যে ভারতে ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এই খাত থেকে ভারত অর্থনৈতিকভাবে অনেক লাভবান হয়। যদি তারা বাংলাদেশিদের ভারতে যেতে নিষেধ করে, তবে বাংলাদেশিরাও ভারতে যাবেন না।

তিনি আরও বলেন, আমাদের দেশে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। আমরা সবাই সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করি। তিনি সবার প্রতি অনুরোধ জানান, কোনো উসকানিতে কান না দিতে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমি গতবার কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম। তবে তখন বন্দরের কিছু সমস্যা ছিল, যেমন স্ক্যানার মেরামত করা প্রয়োজন ছিল এবং আরও কিছু কাজ ছিল। আজকের পরিদর্শনে সেই কাজগুলো সচল আছে কিনা, বন্দরের বাণিজ্য চলছে কিনা এবং সার্বিক প্রস্তুতি দেখার জন্য এসেছি।

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews