ডেস্ক রিপোর্ট:
ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি জানিয়েছেন, ইতালিয়ান দূতাবাসে আটকে থাকা পাসপোর্টের দ্রুত ভিসা প্রদানের জন্য কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
রাষ্ট্রদূত জানান, ইতালির ইন্টেরি মিনিস্ট্রি অব লেবার ও সোশ্যাল ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজারদের সঙ্গে রোম দূতাবাসের আলোচনা হয়েছে। সেখানে দুইটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রথমত, যেসব পাসপোর্ট ইতালির ঢাকার দূতাবাসে জমা পড়েছে, সেগুলো দ্রুত প্রক্রিয়াজাত করা এবং প্রকৃত নুলাওস্তা (ওয়ার্ক পারমিট) প্রমাণিত ব্যক্তিদের ভিসা দ্রুত প্রদান করা।
তিনি আরও বলেন, অনেক নুলাওস্তা নকল (ফেইক) হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ধরনের নকল নুলাওস্তার মাধ্যমে কেউ ইতালিতে এলে কাজ পাবে না এবং আইনগত সমস্যায় পড়বে। এজন্য ইতালিয়ান সরকার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত নুলাওস্তাধারীদের ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশি পাসপোর্টধারীদের সুবিধার্থে ইতালিয়ান দূতাবাস অতিরিক্ত জনবল নিয়োগ করবে এবং দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রদূত এটাও জানিয়েছেন যে, ২০২৫ সালের নুলাওস্তার মাধ্যমে ইতালিতে প্রবেশের প্রক্রিয়া বাংলাদেশের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এটি সাময়িক একটি ব্যবস্থা, যা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে স্বাভাবিক হবে।
এনআইডি ও তথ্য সংশোধনের সুযোগ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ২০২৪ সালের নির্দেশনা অনুযায়ী এনআইডি ছাড়াও জন্মনিবন্ধনের মাধ্যমে তথ্য সংশোধন করা যাবে। মাতা-পিতার নাম, ব্যক্তির নাম, বয়সসহ বিভিন্ন তথ্য সংশোধনের সুযোগ থাকবে। জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স সংশোধন করা যাবে পাঁচ বছর পর্যন্ত। এ সুবিধাটি ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে দূতাবাসে বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন আসছে এবং এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সংশোধন প্রক্রিয়ার সুবিধার্থে দূতাবাস সচেষ্ট রয়েছে।
Leave a Reply