কুমিল্লায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক এবং নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মো. শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাত হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলীর ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিণ কাছার এলাকার আবদুল হাইয়ের ছেলে মো. পারভেজ (১৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযানে শাহাপুর এলাকায় শহীদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বোতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবা এবং নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply