স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৬৯০ পিস ভারতীয় শাড়ী আটক করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
সোমবার ( ০২ ডিসেম্বর) সকালে কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২১০০/এম থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ শাড়ীগুলো উদ্ধার করা হয়। আটককৃত শাড়ীগুলোর মূল্য আনুমানিক ৪৯,৯৫,০০০/- (ঊনপঞ্চাশ লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।
এই চোরাচালানী পণ্যসম্ভার আটক করে বিজিবি কর্তৃপক্ষ মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে সফলতার নতুন উদাহরণ স্থাপন করলো। সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেছে বিজিবি।
Leave a Reply