1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা, দেখে কি করলেন সুহানা

  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

শনিবার (৩০ নভেম্বর) মুম্বাইয়ের এক কনসার্টে বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা তার অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শকদের। এই কনসার্টে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা এবং আম্বানি পরিবারের সদস্যরাও।

পারফরম্যান্সের এক পর্যায়ে ডুয়া লিপার জনপ্রিয় গান “লেভিটেটিং”-এর সঙ্গে শাহরুখ খানের সিনেমা “বাদশা”-এর বিখ্যাত গান “ওহ লড়কি জো” মিশিয়ে তৈরি করা একটি বিশেষ ম্যাশআপ বাজানো হয়। এই মিউজিকাল ফিউশন দর্শকদের যেমন অবাক করেছে, তেমনই আনন্দ দিয়েছে। ডুয়া নিজেই এই ম্যাশআপের তালে নাচতে শুরু করেন এবং গানটিও গেয়ে ওঠেন। উপস্থিত দর্শক তখন উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন, আর সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

শাহরুখ খানের মেয়ে সুহানা খানও এই বিশেষ মুহূর্তটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি ডুয়া লিপা ও শাহরুখ খানের নামের মাঝে একটি ভালোবাসার ইমোজি এবং ভারতীয় পতাকার ইমোজি ব্যবহার করেছেন, যা নেটিজেনদের নজর কেড়েছে।

ডুয়া লিপার এই কর্মকাণ্ডে নেটিজেনরা যেমন মুগ্ধ, তেমনি বিস্মিতও। কারণ, কেউ ভাবতেই পারেননি যে, ডুয়া লিপা মঞ্চে পারফর্ম করার সময় একজন ভক্তের তৈরি ভাইরাল ম্যাশআপকে অন্তর্ভুক্ত করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতে এসেছিলেন ডুয়া লিপা। সেই সময় তিনি কিং খান শাহরুখের সঙ্গে দেখা করেন এবং তাদের একসঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিতে শাহরুখ লিখেছিলেন, “নতুন জীবনের শর্তে বাঁচতে শিখলাম ডুয়া লিপার থেকে। তিনি যেমন সুন্দরী, তেমনি তার কণ্ঠস্বরও অপূর্ব। তাকে অনেক ভালোবাসা।”

শাহরুখ তখন ডুয়াকে তার কনসার্টের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, “যে নাচের স্টেপগুলো শিখিয়েছিলাম সেগুলো মঞ্চে করতে ভুলো না কিন্তু।” আর তার বছর কয়েক পরেই শাহরুখের গানেই মঞ্চে নাচলেন ডুয়া লিপা, যা ভক্তদের জন্য এক অসাধারণ উপহার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews