1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

টানা চার মাস ধরে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলারের বেশি

  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

চলতি (২০২৪-২৫) অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে বেড়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। এই প্রবণতা নভেম্বর মাসেও অব্যাহত রয়েছে। নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২২০ কোটি ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এটি প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে জানা গেছে, নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার পাঠিয়েছেন। এর মানে, প্রতিদিন গড়ে ৭ কোটি ৩৩ লাখ ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে। গত চার মাস ধরে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার বা তার বেশি আসছে।

নভেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার ডলার এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬২ লাখ ৮০ হাজার ডলার পাঠানো হয়েছে।

এ সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। পরবর্তী মাস আগস্টে আসে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে আসে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, অক্টোবর মাসে আসে ২৪০ কোটি ডলার এবং নভেম্বর মাসে ২২০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।

এছাড়া গত জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ডলার। তার আগের মাস মে মাসে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়া ২০২০ সালের জুলাই মাসে এক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২০-২১ অর্থবছরে মোট ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews