1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না-লাকসামে তাফসির মাহফিলে সফিকুর রহমান কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্র-জনতার ওপর হামলাকারী গ্রেফতার ২ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ হামজার ফেরার ম্যাচে শীর্ষে শেফিল্ড ইউনাইটেড কুবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে সাবেক এমপির ইফতার মাহফিল দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান ঢাকাস্থ ভারেল্লা দ: ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
সংবাদ শিরোনাম:
বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না-লাকসামে তাফসির মাহফিলে সফিকুর রহমান কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্র-জনতার ওপর হামলাকারী গ্রেফতার ২ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ হামজার ফেরার ম্যাচে শীর্ষে শেফিল্ড ইউনাইটেড কুবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে সাবেক এমপির ইফতার মাহফিল দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান ঢাকাস্থ ভারেল্লা দ: ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষের মিলনমেলার নিবন্ধন চলছে

  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ১৯২৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে আগামী বছর বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি হবে।

ইতোপূর্বে জলাঞ্চলের ঐতিহ্যবাহী এই বিদ্যালয় থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা দেশ ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি/বেসরকারি অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এ্যাডভোকেট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য বিদ্যালয় সমূহে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বর্তমান সরকারের সংসদ সচিবালয়ে সচিব মহোদয় ড. মো: আনোয়ার উল্ল্যাহ (এফসিএমএ) এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের কৃতি সন্তান তিনি ১৯৮০ সালে এই স্কুল থেকে স্টান্ডমার্ক নিয়ে পাশ করেন। এছাড়াও এই বিদ্যালয়ের কৃতি সন্তানদের মধ্যে মরহুম জনাব এটিএম আলমগীর এবং জনাব তাজুল ইসলাম সাবেক সংসদ সদস্য হিসেবে জলাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন।

শতবর্ষ উদযাপন পরিষদ এর আহ্বায়ক পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ড. একেএম জাহাঙ্গীর বাংলাদেশ সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। শতবর্ষ উদযাপন পরিষদ এর সদস্য সচিব জনাব আবুল বাশার (প্রা.প্র.শি) প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন। তিনিও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। আরো অনেক দেশবরেণ্য কৃতি সন্তান রয়েছেন যাদের শৈশব শুরু এই পাঠশালায়।

যেখান থেকে শুরু দেশবরেণ্য অনেক প্রসিদ্ধ মানুষের শৈশব, সেই মুখরিত পাঠশালার শতবর্ষে আবারো মিলিত হওয়ার স্মৃতি পেতে যাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

“শেকড়ে টানে উৎসব প্রাঙ্গণে, শতবর্ষ মহিরুহ” প্রতিপাদ্যে আয়োজনটির সফল বাস্তবায়নে কাজ করছে পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ।

শতবর্ষ পূর্তি উদযাপন হবে আগামী ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার পোমগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।

বিদ্যালয়ে এসে সরাসরি নিবন্ধনের পাশাপাশি, দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রাক্তন ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন নিবন্ধন সিস্টেম চালু করা হয়েছে । প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই/বোনদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে, ক্রমান্বয়ে বর্তমান ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন ও সম্পন্ন করা হবে। রেজিস্ট্রেশন চলবে আগমী ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে ২০ টাকা খরচ বেশি দিতে হবে।
অনলাইনে যেকোন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, নিজের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন সেবা (বিকাশ মার্চেন্ট এবং নগদ পার্সোনাল) এর মাধ্যমে নিবন্ধন ফি জমা দেওয়া যাবে।
পরিবারের সদস্যদের নিয়ে উদযাপনে অংশগ্রহণ করতে চাইলে এই লিংকে নিবন্ধন করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews